ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেলে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 

প্রকাশিত : ২০:০৮, ৫ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সবুজবাগ ওহাব কলোনির বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে তাজউদ্দিন তুহিন (২০) ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল্লাহ আল নেমান (১৭)। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকাল সোয়া ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করে।

নিহত নোমানের মামা বিল্লাল হোসেন জানান, নোমান বনশ্রীর ঢাকা ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে ও তুহিন কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। সম্পর্কে তারা দু’জন বন্ধু। দুপুরে দু’জন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, দু’জন মোটরসাইকেল চালিয়ে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিজেরাই মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি